Top

ইরানের পতাকা থেকে ‘আল্লাহ’ বাদ দিয়ে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের কোচ

২৯ নভেম্বর, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
ইরানের পতাকা থেকে ‘আল্লাহ’ বাদ দিয়ে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের কোচ
স্পোর্টস ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক খুব একটা মজবুত নয়। তা মোটামুটি সবারই জানা। ইরানের জাতীয় পতাকা বিকৃত করেছেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। ইতোমধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। এ ইস্যুতে ইরানি ফুটবলার ও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন ফুটবল দলের কোচ গ্রেগ বেরহল্টার। মার্কার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি নিজেদের টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ইরানের পতাকার ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র ফুটবল দল। তাতে ‘আল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাদ দেয় তারা। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অপর কোনো সদস্য সংস্থার জাতীয়তা, ধর্মীয় পরিচিতি কিংবা প্রতীকের অবমাননা করে তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরবর্তী ১০ ম্যাচ নিষিদ্ধ করা হবে।

পতাকা বিকৃতির ব্যাপারে অবশ্য ফুটবলারদের কোনো হাত ছিল না। তারপরও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন দলের হেড কোচ গ্রেগ বেরহাল্টার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যা পোস্ট হয়েছিল এ ব্যাপারে খেলোয়াড় ও স্টাফরা কিছুই জানে না। কিছু জিনিস থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ফেডারেশন কী করেছে, এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই আমাদের। বাইরের ব্যাপার নিয়ে আমরা ভাবি না। তারপরও খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে ক্ষমা চাইতে পারি আমরা। তবে আমরা এর অংশ ছিলাম না।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ইরানের মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র। এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ক্ষমা চাইলেন তিনি। তিনি বলেন, অবশ্যই ইরানের জনগণ, পুরো দেশটি এবং  তাদের ফুটবলারদের মতোই আমাদের চিন্তা। তবে এ  মুহূর্তে আমাদের মনোযোগ খেলার প্রতি।

যুক্তরাষ্ট্রের কোচ বলেন, আমরা দারুণ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। দুই দলই জিতে পরের রাউন্ডে যেতে মরিয়া। ফলে সেটা নিয়েই ভাবছি আমরা। তিনি বলেন, ফুটবল হচ্ছে এমন একটি খেলা, এক দেশের সঙ্গে আরেক দেশকে এবং এক অঞ্চলের জনগণের সঙ্গে অপর এলাকার লোকজনকে একত্রিত করে। সবাইকে একসূতোয় বাঁধে।

শেয়ার