Top
সর্বশেষ

কাপ ব্রাজিলেরই জেতা উচিত: পাপন

২৯ নভেম্বর, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
কাপ ব্রাজিলেরই জেতা উচিত: পাপন

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ বেশ ভালোভাবেই স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। ব্রাজিলের ভক্ত তিনি। কাতার বিশ্বকাপে ট্রফিটা তাই নিজের প্রিয় দলের হাতে দেখতে চান তিনি।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচের সংস্করণের ফাইনাল দেখতে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি। এ সময় বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলেন তিনি। রবিবারের আগ পর্যন্ত যেমন সব ম্যাচই দেখেছেন বলে জানালেন, ‘একটা খেলাও মিস করিনি, আজকে (গতকাল) শুধু মিস হলো।’

এরপরই বললেন নিজের পছন্দের দলের কথা, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘ব্রাজিল, ব্রাজিল’। তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’

বিসিবি সভাপতি জানালেন লিওনেল মেসির ভক্ত তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোকেও বেশ পছন্দ তার। তবে ট্রফি ব্রাজিলেরেই জেতা উচিত বলে মন্তব্য তার, ‘মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। রোনালদোকেও আমি পছন্দ করি। তবে আর্জেন্টিনা দলকে বেশি মেসি নির্ভর মনে হয়েছে। অবশ্যই আর্জেন্টিনা দলও ভালো। তবে কাপ ব্রাজিলের জেতাই উচিত।’

‘জি’ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

 

শেয়ার