সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চার অনন্য ক্ষেত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে বিশাল ক্যাম্পাস গড়ে তোলা হবে। সেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তনে মঙ্গলবার সকালে রবির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আজ থেকে রবির শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে অবাধে কাছারি বাড়ি শিক্ষা ও সংস্কৃতির চর্চা করবে। মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। দেশের শিল্প ও সংস্কৃতির বিস্তারে রবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবীন্দ্র কাছারি বাড়ি হবে সেই চর্চার কেন্দ্রস্থল। রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সভায় রবি ভিসি বলেন, কেবল পুথিগত বিদ্যার মধ্য দিয়ে স্নাতক তৈরি নয়। রবির বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠন শিক্ষার্থীদের মানবিক মননশীলতা গঠনে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় সেসব কর্মকান্ড কিছুটা ব্যহত হচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠানো হবে। রবির শিক্ষার্থীরা কাছারিবাড়ি প্রাঙ্গণ ব্যবহার করে শিক্ষা ও সংস্কৃতি চর্চা করলে রবীন্দ্রভাবনা ও সংস্কৃতি-প্রেমি শিক্ষার্থীরা এ দেশের সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করতে পারবে। এ অনুষ্ঠানে রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ।