Top
সর্বশেষ

ধুঁকছে কালিগঞ্জের তাঁত শিল্প!

০২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
ধুঁকছে কালিগঞ্জের তাঁত শিল্প!
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরে এখনো টিকে আছে কয়েকটি তাঁতি পরিবার। তারাই মূলত টিকিয়ে রেখেছে এখানকার তাঁত শিল্পের ঐতিহ্য। তবে বর্তমান অবস্থায় এই ঐতিহ্যবাহী শিল্পটি ধুঁকতে ধুঁকতে বিলুপ্তির পথে পা বাড়িয়েছে।

এক সময় কালিগঞ্জের বসন্তপুরে প্রায় প্রতিটি ঘরের বারান্দাতেই দেখা যেতো দিন-রাত চরকা টেনে আর চরকার নলিতে সুতা ভরে হস্তচালিত তাঁতে গামছা বুননের দৃশ্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন চরকা এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।

বিভিন্ন নথিপত্র ঘেঁটে জানা যায়, ব্রিটিশ শাসনামলে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য হস্তচালিত তাঁত শিল্পের পাশাপাশি গড়ে ওঠে চরকা শিল্প। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁতের ঠক ঠক শব্দ শোনা যেতো। তাছাড়া ঘরের বারান্দায় ছিলো নলিতে সুতা ভরা চরকা। সংসারের কাজের ফাঁকে গৃহবধূরাও চরকার নলিতে বেশ রং বেরঙের সুতা ভরে চরকা শিল্পে ভূমিকা রাখত।

গ্রামীণ হস্তচালিত তাঁতে কারিগরদের নিপুণ হাতে বোনা হতো গামছা। রঙ, নকশা ও মানবৈচিত্র্যে এখানকার গামছার সুনাম রয়েছে। সেই থেকে এ গ্রামের কারিকর পাড়া এখনও সবার কাছে পরিচিত। বর্তমানে এই গ্রামে হাতে গোনা ৫/৬ বাড়িতে গ্রামীণ তাঁত শিল্প ও চরকা শিল্প রয়েছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া আর গামছা তৈরির প্রধান উপকরণ সুতা, রঙের অত্যাধিক মূল্য বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিবর্তে লোকসান গুণতে হচ্ছে তাঁতীদের।

এই পরিস্থিতিতে অনেকেই এ পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে গ্রামের ৯০ শতাংশ তাঁত ও চরকা। আর যে কয়েকটি পরিবার টিকে আছে তাও বন্ধের উপক্রম। আগের মতো বাড়ির আঙ্গিনায় চরকায় রঙ বেরঙের সুতা গুটিতে গুছিয়ে দেওয়া দৃশ্য এখন আর নেই বললেই চলে। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী শিল্পটি। তাই এখন এই শিল্পকে জাগিয়ে তুলতে প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগীতা।

এখানকার তাঁত শিল্পে জড়িত অনেকেই হতাশার সুরে জানান, আগে গ্রামের অনেকেই চরকা চালাতো ও তাঁতে গামছা বুনতো। সংসারের নানা কাজের পাশাপাশি বাড়িতে বসেই চরকা ও তাঁত চালিয়ে বাড়তি আয় হতো। নারী-পুরুষ সকলেই গামছা বুনতো। কিন্তু লোকসানের কারণে এখন আর কেউ গামছা বুনতে চায় না।

তারা আরো জানান, সারা বছরই গামছা বোনেন। তবে ঈদ, পূজা বা বিভিন্ন উৎসব-পার্বণের সময় গামছার চাহিদা বেশি থাকে। গামছা বোনার জন্য তারা প্রথমে বাজার থেকে সুতা কেনেন। তারপর রঙ ও মাড় দিয়ে রোদে শুকান। সেখান থেকে কিছু সুতা দিয়ে টানা বাঁধেন। আবার কিছু সুতা চরকায় পেঁচিয়ে সেখান থেকে ভিমে বা গুটিতে পেঁচান। তারপর বোনা শুরু করেন। বোনা শেষ হলে ভাঁজ করে বাজারে বিক্রি করেন।

এ শিল্পের সাথে জড়িত স্থানীয় ব্যবসায়ীরা জানান, কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া পেয়ে অনেক পুরনো এ চরকা শিল্প হারিয়ে যেতে বসেছে। ফলে ভবিষ্যতে নতুন প্রজন্ম নলিতে সুতা ভরা চরকা চিনতেই পারবে না। তাই পুরনো ঐতিহ্যের লালনে চরকাকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহন করা একান্ত প্রয়োজন।

শেয়ার