Top

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে সরব বিভিন্ন মহল

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে সরব বিভিন্ন মহল

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সরব হচ্ছে মিয়ানমারের বিভিন্ন মহল। প্রতিবাদের অংশ হিসেবে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বাসিন্দারা হাড়ি-পাতিলে ঠুংঠাং শব্দ করছে; বাজাচ্ছে গাড়ির হর্ন।

দেশটির বড় কয়েকটি শহরে স্বাস্থ্যকর্মীরা অবরোধের পরিকল্পনা করেছে। অন্যদিকে অধিকারকর্মীরা অসহযোগ আন্দোলনের আহ্বান জানাচ্ছে।

তবে মিয়ানমার দৃশ্যত সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিকরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নির্বাচিত নেতা অং সান সু চির মুক্তির দাবিতে আওয়াজ উচ্চকিত হচ্ছে, যার দেখা মেলেনি অভ্যুত্থানে বন্দি হওয়ার পর থেকে।

সেনারা রাজধানী নাইপিদোতে শতাধিক আইনপ্রণেতাকে গৃহবন্দি করে রেখেছে। তবে এখন তারা ঘরের বাইরে যেতে পারবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সোমবার এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের অভিযোগ, সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সাম্প্রতিক নির্বাচনে কারচুপি করে জিতেছে।

এনএলডি সু চির দ্রুত মুক্তি চেয়েছে। দলটি গত বছরের নভেম্বরের নির্বাচনের ফল মেনে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। ওই নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছিল এনএলডি।

তবে সে আহ্বানে কর্ণপাত না করে সেনাবাহিনী নতুন নির্বাচন কমিশন ও নতুন পুলিশপ্রধান নিয়োগ দেয়। যদিও আগের নির্বাচন কমিশন ভোটে কারচুপির কোনো প্রমাণ পায়নি।

মিয়ানমার ২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর শাসনে ছিল। ওই বছর দেশটিতে সেনাবাহিনীর সমর্থনে যাত্রা শুরু হয় বেসামরিক সরকারের।

অভ্যুত্থানের পর থমথমে অবস্থা গোটা দেশের। বড় সব শহরে পাহারা দিচ্ছে সেনারা। জারি রয়েছে সান্ধ্যকালীন কারফিউ।

অভ্যুত্থানের পর বন্ধ হওয়া যোগাযোগ ব্যবস্থা মঙ্গলবার সকাল নাগাদ চালু হয়। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরই ইয়াঙ্গুনের রাস্তায় প্রতিবাদের প্রতিধ্বনি হিসেবে শোনা যায় গাড়ির হর্ন ও হাড়ি-পাতিলের শব্দ।

প্রতিবাদে সরব যুব, ছাত্র সংগঠনগুলোও। তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এর সমর্থনে খোলা ফেসবুক পেইজে লাইক পড়েছে এক লাখের বেশি।

সরকারি হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকদের অনেকে জানিয়েছেন, সু চির মুক্তিতে চাপ সৃষ্টি করতে বুধবার থেকে তারা কাজে বিরতি নেবেন।

নীরব প্রতিবাদের অংশ হিসেবে কোনো কোনো চিকিৎসককে কালো রিবন পরতে দেখা গেছে।

শেয়ার