Top

জীবননগরে বিজিবির অভিযানে ৪৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার

০৫ ডিসেম্বর, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
জীবননগরে বিজিবির অভিযানে ৪৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

জীবননগর(চুয়াডাঙ্গা) মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের জীবননগর বিওপির সদস্যরা দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৌর এলাকার তেতুলিয়া মাঠ থেকে ৪৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন।

বিওপি সুত্র থেকে জানা গেছে, মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত জীবননগর বিওপির টহল সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পৌর এলাকার পুরাতন তেতুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে মালিকবিহীন ৪৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।

বিজিবির পক্ষ থেকে আরো জানিয়েছেন,বিজিবির টহল টিমের সদস্যদের মাদকবিরোধী অভিযানের খবর জানতে পেরে চোরাকারবারিরা কৌশলে ফেনসিডিল গুলো মাঠে লুকিয়ে রেখে পালিয়ে যায়।

শেয়ার