Top

মাগুরায় শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

০৫ ডিসেম্বর, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
মাগুরায় শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মহফিল আজ সোমবার শহীদ শেখ ফজলুল হক মনির শ্রীপুর যুবলীগের উদ্যোগে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ও শ্রীপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ও মাগুরা জেলা পরিষদের সদস্য আরজান বাদসা। শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হান্নান, শ্রীপুর উপজেলা যুবলীগের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক বাবুল রেজা, শ্রীপুর উপজেলা যুবলীগের নেতা মনির হোসেন লাল্টু, শ্রীপুর উপজেলা যুবলীগের নেতা রোকন, শ্রীপুর উপজেলা যুবলীগের নেতা জিল্লুর রহমান সাগর,,
শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আছু বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সব্দালপুর ইউনিয়ন যুবলীগের পান্জাবসহ আরো অনেকে।

শেয়ার