Top

মাগুরায় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৫ ডিসেম্বর, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
মাগুরায় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদে আজ সোমবার দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় উপজেলার ২৬টি হাফেজী মাদ্রাসার ১২৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এরমধ্যে ‘ক’ গ্রুপের ৫ পারা কোরআনে ৬৩ জন, ‘খ’ গ্রুপের ১০ পারা কোরআনে ৪০ জন, ‘গ’ গ্রুপের ২০ পারা কোরআনে ১৩ জন ও ‘ঘ’ গ্রুপের ৩০ পারা কোরআনে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । প্রতি গ্রুপ থেকে বিজয়ী ৭ জন হাফেজ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এবং ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে ।

শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা কারী মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারী মফিজুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কারী আহমেদ আহমাদ হোসাইন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ।

 

বিপি/আরএ

শেয়ার