Top
সর্বশেষ

ব্রাজিল ফুটবল ফেডারেশনের চাওয়া, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা

১২ ডিসেম্বর, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
ব্রাজিল ফুটবল ফেডারেশনের চাওয়া, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক :

তিন মহাদেশের ৪ দল। সেমিফাইনাল লড়াইয়ে আর্জেন্টিনা, মরক্কো, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। দক্ষিণ আমেরিকার মশাল এবার আর্জেন্টিনার হাতে।

২০০২ সালের পর ২০ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ আমেরিকায় আসেনি কোনো বিশ্বকাপ ট্রফি। এবার সেই লালিত স্বপ্ন পূরণ করতেই কিনা ব্রাজিল ফুটবল ফেডারেশন চাচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারটা বেশ তাঁতিয়ে বেড়াচ্ছে ব্রাজিলকে। কেননা এই ম্যাচ জিতলেই ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হতো সেমিফাইনালে। সেটি হয়নি। বাদ পড়ে গেছে ব্রাজিল। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সহসভাপতি ফার্নান্দো সারনে এখন চাইছেন, আর্জেন্টিনারই বিশ্বকাপ জিতুক। তাতে দক্ষিণ আমেরিকায় তো কাপটা যাবে!

স্পোর্টস সেন্টার ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারনে বলেন, ‘আমরা এখন সবাই একতাবদ্ধ। সময়ের পরিক্রমায় আমরা এখন সবাই আর্জেন্টিনা। আশা করছি দক্ষিণ আমেরিকার হয়ে তারা কাপ নিয়ে আসবে।’

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেবার আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলেও ব্রাজিল সেমিতেই বিদায় নেয়।

এবারও আগেভাগে বিদায় নিয়েছে ব্রাজিল। আগামী মঙ্গলবার রাত একটায় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, যাদের হাতেই এখন লাতিন পতাকা।

শেয়ার