Top
সর্বশেষ

ভার্চুয়াল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, জিতবে আর্জেন্টিনা

১৩ ডিসেম্বর, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
ভার্চুয়াল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, জিতবে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপের ফাইনালে পা রাখার জন্য আজ মঙ্গলবার সেমিফাইনালের লড়াইয়ে নামছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ফুটবল জাদুকর লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

ব্লকবাস্টার এই সেমিফাইল ম্যাচ নিয়ে পুরো বিশ্বের আগ্রহ তুঙ্গে। এদিকে এই ম্যাচে কে জিতবে সেই ভবিষ্যদ্বাণী দিয়েছে আলোচিত ভার্চুয়াল জ্যোতিষী কাশেফ।

কাশেফ বলছে, আজকের ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ। আর ক্রোয়েশিয়ার সম্ভাবনা ৩৯ শতাংশ।

 

কাশেফ হলো, কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তির রোবট প্রোগ্রাম। এবারের বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচের আগাম ফলাফল অনুমান করে আসছে কাশেফ। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে।

রোবটিক এই প্রোগ্রাম বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬০ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৭। তাই আর্জেন্টিনার ভক্তরা এই রোবট প্রোগ্রামের ভবিষ্যদ্বাণীর ওপর কিছুটা ভরসা রেখে খুশি হতেই পারেন।

শেয়ার