Top

সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

১৪ ডিসেম্বর, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিটি নীরবতা পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

উক্ত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী,থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্ত্,াবীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজলন করা হয়।

শেয়ার