Top

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাসযাত্রী নিহত

১৫ ডিসেম্বর, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাসযাত্রী নিহত
মাগুরা প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরায় দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় এক বাসযাত্রী আজ বৃহসপতিবার সকালে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শালিখা থানার অফিসার ইন চার্জ বিশারুল ইসলাম জানান, (১৫ ডিসেম্বর) সকালে শালিখা উপজেলার সীমাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহম্মদ আলী (৫০)। তিনি নরসিংদী জেলার সেনের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন- লিয়াদ হোসেন (৩৪)। মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)।

মাগুরা শালিখা থানার ওসি মো. বিসারুল ইসলাম আরো জানান, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টা দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত হয় আরও তিন বাসযাত্রী। আহত তিনজনকে উদ্ধার করে পুলিশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার