Top

টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

১৫ ডিসেম্বর, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার বিকেলে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে সাকিবুল হাসান (৩১)।

এসময় ওই মাদক কারবারির কাধে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগ তল্লাশী করে ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, আটককৃত আন্ত:জেলা মাদক কারবারি চক্রের সদস্য এবং তার মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এ সকল মাদক কারবারিদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার