Top

শেরপুরে ৬শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

১৯ ডিসেম্বর, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
শেরপুরে ৬শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬শ পিস ইয়াবা টেবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে সদর উপজেলার চককুমরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চককুমরী এলাকার মৃত আফরোজ আলীর পুত্র আনছার আলী (৩৫), মৃত হায়দার হাজীর পুত্র উকিল মিয়া  (৫০) ও উকিল মিয়ার স্ত্রী সমলা বেগম (৩৫)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চককুমরী এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬শ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়।

এ ব্যপারে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার