Top

আট গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে

১৯ ডিসেম্বর, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
আট গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক :

ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের এ্যাওয়ার্ড গোল্ডেন বুট জয় করেছেন। আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে হ্যাটট্রিকসহ এমবাপ্পে পুরো টুর্নামেন্টে করেছেন আট গোল। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর বিশ^কাপের ফাইনালে দ্বিতীয় হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন এমবাপ্পে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে তিনি এক গোল বেশী করেছেন। এদিকে প্রথম খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক মেসিও এক অন্যন্য রেকর্ড গড়েছেন। কাল ফাইনালে তিনি জোড়া গোল করার মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ^কাপের এক আসরে গ্রুপ পর্ব ও নক আউটের প্রতিটি ম্যাচেই গোলের কৃতিত্ব গড়েছেন।

২৩ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে এ পর্যন্ত বিশ^কাপের ১৪ ম্যাচে ১২ গোল করেছেন। ১৯৫৮ ও ১৯৬২ আসরের ফাইনালে ব্রাজিলের হয়ে দুই বিশ^কাপে গোল করেছিলেন ভাভা। তার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ^কাপের পরপর দুই ফাইনালে এমবাপ্পে গোল করলেন। গতকাল তিন গোল করার মাধ্যমে পিএসজির এই তারকা বিশ^কাপের ফাইনালে সর্বোচ্চ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

শেয়ার