Top
সর্বশেষ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

২০ ডিসেম্বর, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

৩৬ বছর পর বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে আর্জেন্টিনা। তবে ছাদখোলা বাসে উৎসবের মধ্যে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন মেসি-ডি মারিয়ারা।

সবাই ছাদখেলা বাসের এক পাশে ছোট একটা ছাদে দাঁড়িয়ে যখন জনতার অভিবাদনের জবাব দিচ্ছেন, ঠিক তখনই রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে তারা দুর্ঘটনার হাত থেকে বাঁচেন।

অথচ একটু এদিক-ওদিক হলেই বাসের ছাদ থেকে ছিটকে পড়ে যেতে পারতেন তারা। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে (আর্জেন্টিনা সময় রাতে) দেশে ফিরেন মেসিরা। ‘ভামোস আর্জেন্টিনা’ ধ্বনিতে প্রকম্পিত হয় বুয়েন্স আয়ার্সের আকাশ। এরপর যাত্রা শুরু করে ছাদখোলা বাস। বুয়েন্স আয়ার্সের বিভিন্ন রাস্তা ঘুরে যার গন্তব্য ওবেলিস্ক। আর সেটাই উৎসবের কেন্দ্রবিন্দু। যেখানে দেওয়া হবে মেসিসহ বিশ্বজয়ীদের সংবর্ধনা।

স্থানীয় গণমাধ্যম জানায়, ১ লাখ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে আর্জেন্টিনা দলটিকে বহন করা বিমানের অবতরণের দিকে নজর রেখেছিলেন। বিমানবন্দরেই অপেক্ষা করছিল বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’।

শেয়ার