পরিবারের ১১ সদস্য নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছেন মেলান্দহ উপজেলার জামালপুর জেলার মেলান্দহের গোবিন্দপুর গাড়োয়ানপাড়া পৌরসভার বেদেনা বেওয়া। জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন আগামী ১৫ দিনের মধ্যে মামলা তুলে না নিলে খুন করার হুমকি দিয়ে যান ফরিদ, ফজলু গংরা।
নিহতের পুত্র দেলোয়ার হোসেন অভিযোগ করেন বিষ মিশ্রিত পাউরুটি খাওয়াইয়ে হত্যা মামলা তুলে নিতে ১৭ ডিসেম্বর/২২ তারিখ দুপুর ১২টার দিকে প্রকাশ্যে বাসায় গিয়ে কাউন্সিলর ফরিদ, ফজলু, ছোরহাবের চাচাতো ভাই মনোহার হুমকি দেয়।
নিহতের স্ত্রী বেদেনা বেওয়া অভিযোগ করে বলেন, একই এলাকার মোঃ ফরিদ (৪৭), ফজলু (৪৭), নূরল (৫৭) ও ছোরহাব (৬০), গত ৭ জানুয়ারি/০৯ ইং তারিখে বিষ মিশ্রিত পাউরুটি খাওয়াইয়া হত্যা করে। লাশের ময়না তদন্ত করে রিপোর্টে পাউরুটিতে বিষ পাওয়া যায়।
তিনি আরো জানান, মেলান্দহ থানার পেছনে মধু বিএসসির বাসায় পরিবারের ১১ সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা সরকারের কাছে জীবনের নিরাপত্তাসহ পরিবারকে সহযোগিতা চেয়েছেন।