Top

যশোরে চাহিদার তুলনায় বই এসেছে অনেক কম

২১ ডিসেম্বর, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
যশোরে চাহিদার তুলনায় বই এসেছে অনেক কম
যশোর প্রতিনিধি :

আর মাত্র ১১ দিন পরে হবে বই উৎসব। অথচ যশোরে চাহিদার তুলনায় বই প্রাপ্তির হার অনেক কম। তবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে নতুন বই পৌঁছে যাবে। উৎসব করে শিক্ষার্থীদের হাতে সেই নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, যশোরে মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বইয়ের চাহিদা ৪১ লাখ ৪৯ হাজার ৯০২ পিস। তবে চাহিদার বিপরীতে জেলায় বই এসে পৌঁছেছে ১৫ লাখ ৫৭ হাজার ৬২৩ পিস। প্রাথমিক বইয়ের চাহিদা ১৩ লাখ ৪৮ হাজার ১৭৩ পিস। অথচ এসে পৌঁছেছে ২ লাখ ৪৩ হাজার ১৭৩ পিস বই।জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চাহিদার ৪১ লাখ ৪৯ হাজার ৯০২ পিস বইয়ের মধ্যে এসে পৌছেছে ১৫ লাখ ৫৭ হাজার ৬২৩ পিস। এরমধ্যে মাধমিকে ২৪ লাখ ৭৫ হাজার ৩৭৬ পিস বইয়ের মধ্যে এসেছে ৯ লাখ ৯১ হাজার ৮০৯ পিস। প্রাপ্তির হার ৩৬ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় ৮ লাখ ১৪ হাজার ২০৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৩ লাখ ১৬ হাজার। প্রাপ্তির হার ৩৯ শতাংশ। শার্শায় ৩ লাখ ২ হাজার ২০৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ২৫ হাজার ৩২ পিস। প্রাপ্তির হার ৪১ শতাংশ।

মণিরামপুরে ৩ লাখ ৯১ হাজার ৫৪৪ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৮৩ হাজার ৩৪৫ পিস। প্রাপ্তির হার ৪৭ শতাংশ। বাঘারপাড়ায় ১ লাখ ৭৫ হাজার ৪৪৬ পিস বইয়ের মধ্যে এসেছে ৫৩ হাজার ৭০৪ পিস। প্রাপ্তির হার ৩১ শতাংশ। ঝিকরগাছায় ২ লাখ ৮০ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৯৫ হাজার ৫০ পিস। প্রাপ্তির হার ৩৪ শতাংশ। চৌগাছায় ২ লাখ ৪৭ হাজার ৭০৯ পিস বইয়ের মধ্যে এসেছে ৬১ হাজার ২০৮ পিস। প্রাপ্তির হার ২৫ শতাংশ। কেশবপুরে ২ লাখ ১৭ হাজার ৫৯৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৫৩ হাজার ৪১০ পিস। প্রাপ্তির হার ২৫ শতাংশ। অভয়নগরে ৩ লাখ ১৬ হাজার ৪৭০ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৪ হাজার ৬০ পিস। প্রাপ্তির হার ৩৩ শতাংশ। দাখিলে বইয়ের চাহিদার ৮ লাখ ৩০ হাজার ৫৭৪ পিস বইয়ের মধ্যে এসেছে ২ লাখ ৬৫ হাজার ৫১২ পিস। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৭৩ হাজার ৬৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ৪০ হাজার ৩০০ পিস। প্রাপ্তির হার ২৩ শতাংশ। শার্শায় ১ লাখ ৩ হাজার ৬৯২ পিস বইয়ের মধ্যে এসেছে ৩২ হাজার ৫০০ পিস। প্রাপ্তির হার ৩১ শতাংশ।

মণিরামপুরে ১ লাখ ৪৯ হাজার ৯১৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৪৭ হাজার ৮৫০ পিস। প্রাপ্তির হার ৩২ শতাংশ। বাঘারপাড়ায় ৭১ হাজার ৮৪০ পিস বইয়ের মধ্যে এসেছে ২২ হাজার ৬৩ পিস। প্রাপ্তির হার ৩১ শতাংশ। ঝিকরগাছায় ৭৮ হাজার ৮১০ পিস বইয়ের মধ্যে এসেছে ২৬ হাজার ৬৮০ পিস। প্রাপ্তির হার ৩৪ শতাংশ। চৌগাছায় ৬৭ হাজার ৬৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১৭ হাজার ২৬৯ পিস। প্রাপ্তির হার ২৫ শতাংশ। কেশবপুরে ১ লাখ ১ হাজার ৭০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৩৪ হাজার ২০ পিস। প্রাপ্তির হার ২৫ শতাংশ। অভয়নগরে ৮৩ হাজার ৯০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৪৪ হাজার ৮৩০ পিস। প্রাপ্তির হার ৫৩ শতাংশ।

এবতেদায়ীতে ৪ লাখ ৬২ হাজার ৩৮০ পিস বইয়ের মধ্যে এসেছে ২ লাখ ৯৬ হাজার ৬০০ পিস। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৬০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৪ হাজার ৪০০ পিস। প্রাপ্তির হার ৬৪ শতাংশ। শার্শায় ৪৫ হাজার ২৬৪ পিস বইয়ের মধ্যে এসেছে ২৯ হাজার ৬৩২ পিস। প্রাপ্তির হার ৬৫ শতাংশ। মণিরামপুরে ৯৯ হাজার ৪৭০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৩ হাজার ১৬০ পিস। প্রাপ্তির হার ৬৩ শতাংশ। বাঘারপাড়ায় ৪২ হাজার ৬০ পিস বইয়ের মধ্যে এসেছে ২৭ হাজার ২৪০ পিস। প্রাপ্তির হার ৬৫ শতাংশ। ঝিকরগাছায় ৩২ হাজার ৬৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ২২০০০ পিস। প্রাপ্তির হার ৬৭ শতাংশ। চৌগাছায় ২৫ হাজার ৮৩৬ পিস বইয়ের মধ্যে এসেছে ১৪ হাজার ৯৬৮ পিস। প্রাপ্তির হার ৫৮ শতাংশ। কেশবপুরে ৬৪ হাজার ৫০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৪০ হাজার ৮০০ পিস। প্রাপ্তির হার ৬৩ শতাংশ। অভয়নগরে ৫২ হাজার পিস বইয়ের মধ্যে এসেছে ৩৪ হাজার ৪০০ পিস। প্রাপ্তির হার ৬৬ শতাংশ। এসএসসি ভোকেশানলে ১ লাখ ২০ হাজার ১১৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৪৩ হাজার ১৪ পিস।

প্রাপ্তির হার ৩৬শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় ২০ হাজার ৪১৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৫ হাজার। প্রাপ্তির হার ২৪ শতাংশ। শার্শায় ১০ হাজার ৫০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৫ হাজার ৮০০ পিস। প্রাপ্তির হার ৫৫ শতাংশ। মণিরামপুরে ১৮ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৮০০০ হাজার পিস। প্রাপ্তির হার ৪৪ শতাংশ। বাঘারপাড়ায় চাহিদার ১২০০০ হাজার পিস বইয়ের মধ্যে এসেছে ৪ হাজার ৮০০ পিস। প্রাপ্তির হার ৪০ শতাংশ। ঝিকরগাছায় চাহিদার ১৫০০০ হাজার পিস বইয়ের মধ্যে এসেছে ৪ হাজার ৩০২ পিস। প্রাপ্তির হার ২৯ শতাংশ। চৌগাছায় ১৩ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬ হাজার ৬১২ পিস।

প্রাপ্তির হার ৫০ শতাংশ। কেশবপুরে চাহিদার ১৫ হাজার ৬০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৪ হাজার পিস। প্রাপ্তির হার ২৬ শতাংশ। অভয়নগরে চাহিদার ১৫ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৪ হাজার ৫০০ পিস। প্রাপ্তির হার ৩০ শতাংশ।দাখিল ভোকেশনালে চাহিদার ৩০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬০ পিস। প্রাপ্তির হার ৩ শতাংশ।এদিকে, প্রাথমিকে প্রাথমিকে ১৩ লাখ ৪৮ হাজার ১১০ পিস বইয়ের মধ্যে এসেছে ২ লাখ ৪৩ হাজার ১৭৩ পিস। এরমধ্যে সদর, মণিরামপুর বাঘারপাড়ায় কোন বই আসেনি। এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বাকি পাঁচ উপজেলায় অর্ধেক বই এসেছে। এরমধ্যে অভয়নগরে ১ লাখ ১১ হাজার ২৭৩ পিস বইয়ের মধ্যে এসেছে ৪১ হাজার ১৮২ পিস। কেশবপুরে ১ লাখ ১৩ হাজার ৮০৫ পিস বইয়ের মধ্যে এসেছে ৪২ হাজার ৫৫ পিস।

চৌগাছায় ১ লাখ ১০ হাজার ৫৯৮ পিস বইয়ের মধ্যে এসেছে ৪০ হাজার ১১২ পিস। ঝিকরগাছায় ১ লাখ ৪৮ হাজার ৪৪৩ পিস বইয়ের মধ্যে এসেছে ৫৪ হাজার ৩২৪ পিস। শার্শায় ১ লাখ ৮০ হাজার ৫১ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৫ হাজার ৪৯০ পিস। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানান, বই আসতে শুরু করেছে। এ মাসের মধ্যে সব বই এসে যাবে। নতুন বছরে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। একই কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।

শেয়ার