গাজীপুরের শ্রীপুরে খেলার ছলে বটিতে পা কাটার এক ঘন্টা পর সিয়াম(৩) নামের শিশুর নিহত হয়েছে।আজ সাড়ে বারোটার দিকে উপজেলার চন্না পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু সিয়াম একই থানার বদনীভাংগা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের সন্তান। সিয়াম তার নানুর বাসায় থাকতো। সিয়ামের মা শেতু স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
সিয়ামের নানা রাফেল বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী রাহুল ডাক্তারের ফার্মেসিতে নিয়ে যায়। ডাক্তার সিয়ামকে দুটি ইনজেকশন দিয়ে পায়ের তলায় দশটি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর সিয়ামের খিচুনি উঠলে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নেওয়ার পর ৫ মিনিটের মধ্যে সিয়াম এর মৃত্যু হয়।ডাক্তার জানিয়েছে সিয়াম স্ট্রোক করে মারা গেছে।
প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, মানুষের পা বিচ্ছিন্ন হলেও তার মৃত্যু হয় না। সিয়ামের পায়ের তলা কেটে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
পল্লি চিকিৎসক রাহুল বলেন, সেলাইর সময় সিয়াম কান্নাকাটি করেনি। তবে তার সাথে যারা ছিল তারা বেশ কান্নাকাটি করেছে। আমি যশোর থেকে এই এলাকায় ১৪ বছর যাবত সুনামের সহিত চিকিৎসা করে আসছি।
সিয়ামের পরিবার জানান, বাদ মাগরিব জানাযা ও দাফন কার্য সম্পন্ন হবে। আপাতত তাদের কোনো অভিযোগ নেই।