Top

রসিক নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

২২ ডিসেম্বর, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
রসিক নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা
রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থীরা য়ে হলফনামা জমা দিয়েছেন তার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে এসবতথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর মহানগরের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু। সংবাদ সম্মেলনে বলা হয়, মেয়র পদে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ৩ জন স্নাতক ১ জন এইচএসসি ও ১জন এসএসসির নীচে।

এদের মধ্যে স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা হলেন, জাকের পার্টির খোরশেদ আলম,খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, জাসদের শফিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান। স্নাতক পাস প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের হোসেনে আরা লুৎফা ডালিয়া,জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান এইচএসসি পাস। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হানের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস।

অপরদিকে ৩৩টি ওয়ার্ডের ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নীচে। ৩৬ জন এসএসসি, ২৭ জন এইচএসসি,স্নাতক ৩০, স্নাতকোত্তর ১৭ জন ও ৪জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরন করেন নাই। সংরক্ষিত আসনে ৬৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এসএসসির নীচে ২৮ জন, ১৭ জন এসএসসি, ৮জন এইচএসসি স্নাতকোত্তর ৮ জন ও স্নাতক পাস ৮ জন। মেয়র পদে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন ব্যবসায়ী, ২ জন চাকুরিজীবী, ১ জন শিক্ষক, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেশার ঘরে উল্লেখ করেছেন সাবেক মেয়র ও আওয়ামীলীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া উল্লেখ করেছেন আনিজীবী।

৩৩টি ওয়ার্ডের ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১২৯ জন ব্যবসায়ী, কৃষির সাথে সম্পৃত্ত আছেন ২০ জন, ১৭ জন চাকুরিজীবী ৬ জন পেশার ঘর পূরন করেন নাই। ৬৭ জন সংরক্ষিত মহিলা প্রার্থীর মধ্যে ৪২ জন গৃহিনী, ১৩ জনের ব্যবসা ও ৬ জন পেশার ঘর পূরণ করেন নাই। মেয়র পদে ৯ জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিশের প্রার্থী তৌহিদুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ইইনে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। অতীতে ৩ জন মেয়রের বিরুদ্ধে মামলা ছিলো। এরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী মেহেদি হাসান ও লতিফুর রহমান। মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কারো বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা নাই।

৩৩টি ওয়ার্ডের ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪২ জনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অতীতে ৩০ জনের বিরুদ্ধে মামলা ছিলো। বর্তমানে মামলা আছে অতীতেও ছিলো এমন কাউন্সিলর প্রার্থী ১৫ জন, ৫ জনের বিরুদ্ধে ৩০২ এর মামলা, অতীতে ৩০২ ধারায় মামলা ছিলো ৩ জনের। যে ৫ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রয়েছে তারা হলেন ১ নংওয়ার্ডের রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডেরমোস্তাফিজুর রহমান, ২৭ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম রবীন,২৯ নং ওয়ার্ডের এমরাউল হাসান চৌধুরী এবং ৩১ নং ওয়ার্ডের সামছুল হক।

নারী কাউন্সিলরদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে। অতীতে মামলা ছিলো ২ জনের। বর্তমান ও অতীতে মামলা আছে ১ জনের। তবে ৩০২ ধারায় কারো বিরুদ্ধে কোন মামলা নাই। মেয়র পদে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের বছরে আয় ৫ লক্ষ টাকার কম। ৪ জনের আয় বছরে ৫ থেকে ২৫ লাখ টাকা। বাকি এক জনের আয় বছরে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা।

জাসদের প্রার্থী শফিয়ার রহমানের বছরে আয় ৬২ লাখ ৬৫ হাজার ৪২১ টাকা । এর পরে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার আয় বছরে ২০ লাখ ৫০ হাজার টাকা। আর বছরে ১২ লাখ ৫০ হাজার আয় করেন স্বতন্ত্র প্রাথী লতিফুর রহমান মিলন। ৩৩টি ওয়ার্ডের ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৩৫ জনের আয় বছরে ৫ লক্ষ টাকার নীচে। বছরে ৫ থেকে ২৫ লক্ষ টাকা আয় করেন ৩০ জন, ২ জনের আয় বছরে ৫০ থেকে ১ কোটি। ২১ নং ওয়ার্ডের প্রার্থী তারিক মুরশিদ বছরে আয় করেন ৭৪ লাখ ২৩ হাজার টাকা। তবে ১১ জন প্রার্থী কোন আয় দেখান নাই।

৬৭ জন সংরক্ষিত মহিলা প্রার্থীর মধ্যে ৩৯ জনের বছরে আয় ৫ রক্ষ টাকার কম। ৫ থেকে ২৫ লক্ষ টাকা আয় করেন ৬ জন।সংরক্ষিত ১ নং ওয়ার্ডের প্রার্থী নাসিমা আক্তারের বছরে আয় ১২ লাখ ৮২ হাজার টাকা। সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার