Top
সর্বশেষ

শেরপুরে তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

২২ ডিসেম্বর, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
শেরপুরে তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকা থেকে অবৈধভাবে বন্য প্রাণী পাচার কালে ১ টি তক্ষকসহ আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার মাটি ফাটা গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে সুজন মিয়া ও মাধবপুর গ্রামের তারামিয়ার ছেলে আলী হোসেন।

২১ শে ডিসেম্বর বুধবার বিকেলে র‌্যাব ১৪ সিপিসি ১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সিনিয়র এএসপি এম এম সবুজ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানির দল উপজেলার কর্ণঝোড়া পশ্চিম বাজার গরু হাট সংলগ্ন পাকা রাস্তা হতে অবৈধভাবে বন্য প্রাণী পাচার কালে দুই প্রতারককে ১ টি তক্ষক সহ গ্রেপ্তার করে যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞটিতে র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বুধবার গভীর রাতে র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের নায়েক সুবেদার মো বাদশা মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন ও রাতেই শ্রীবরদী থানায় আটকৃতদের হস্তান্তর করা হয়েছে ।

শ্রীবরদী থানা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বুধবার গভীর রাতে জানান এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শেরপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার