Top

সাভারে ৪৩টি গির্জায় বর্নিল আয়োজনে বড় দিন পালিত

২৫ ডিসেম্বর, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
সাভারে ৪৩টি গির্জায় বর্নিল আয়োজনে বড় দিন পালিত

আজ শুভ বড় দিন। খ্রীষ্টান ধর্মীয় সবচে বড় উৎসবের দিন। দিবসটি উপলক্ষে সাভারে খ্রীষ্টান সম্প্রদায় অধ্যুষিত এলাকা কমলাপুর,ধরেন্ডা,রাজাশন ও দেওগাসহ বিভিন্ন স্থানের ৪৩টি গির্জা সেজেছে বর্নিল সাজে। গীর্জা প্রাঙ্গনে প্রস্তুত করা হয়েছে খ্রীষ্টমাস ট্রি,গোশালাসহ বর্নাঢ্য সাজ সজ্জা।

সবচে বড় গির্জা ধরেন্ডার সেন্ট যোশেফ গির্জায় খ্রীষ্টযোগে অংশ নেন শত শত খ্রীষ্টান ধর্মালম্বী। যিশু খ্রীষ্টের জীবনাচার,তার ত্যাগ ও দানের কার্যক্রম নিয়ে হয় আলোচনা অনুষ্ঠান এবং প্রার্থনা সভা। এ ছাড়া প্রায় প্রতিটি বাড়ীতে বাড়ীতে সাজানো হয়েছে খ্রীষ্টমাস ট্রি।

খ্রীষ্টান অনুসারিগন এ দিন নতুন জামা কাপড় পড়ে ভোর থেকেই গির্জা প্রাঙ্গনে ভীড় করেন। সকলে যোগদান করেন এ দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়। ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জার পাল পুরোহিত ফাদার ব্যারিষ্টার আলবার্ট রোজারিও এ দিনে সমবেত খ্রীষ্টান ধর্ম সভায় বলেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এ গোয়াল ঘরে জন্মগ্রহন করেন। তার বেচে ছিলেনর মাত্র ৩৩ বছর।

তিনি বলেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখিষ্ট জন্ম গ্রহন করেছিলেন। আজকের এই দিনে প্রাপ্তি ও প্রত্যাশার উৎসব। যিশুর ৩৩ বছরের গুনাগুন অপরিসীম। তিনি বলেন আমি বিশ্বের শান্তি কামনা করছি। বিশেষ করে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সেক্ষেত্রে প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির ভেতর যেন সহিঞ্চুতা দেখা দেয়। আসন্ন জাতীয় নির্বাচন যেন সুন্দর সুস্থ পরিবেশ বিরাজ করে। সকলের কাছে এ প্রত্যাশা রইল।

এ দিনে গীর্জা প্রাঙ্গনে হয়েছে কীর্ত্তন প্রতিযোগীতা। প্রতিযোগীতায় রাজাশন,দেওগা,কমলাপুর ওধরেন্ডা গ্রামের শিল্পীগন অংশ গ্রহন করেন। ধরেন্ডা গ্রামের বাসিন্দা কবি দীনেশ হিউবাট ডি রোজারিও শান্তাক্লুজ সেজে শিশুদের মাঝে গীর্জা চত্বরে চকলেট বিতরণ করেছেন। অনেকেই গীর্জা প্রাঙ্গনে কবরস্থানে আপনজনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাভারে সর্ব বৃহৎ সেন্ট যোশেফ গির্জা ছাড়াও কমলাপুর গীর্জা,দেওগা গীর্জা,আনন্দপুর গীর্জা,শিমুল তলা গীর্জাসহ বিভিন্ন গির্জা ঘুরে খ্রীষ্টান ধর্মীয় নানা শ্রেনী পেশার মানুষের মাঝে বেশ আনন্দ উৎসব দেখা গেছে।

শেয়ার