কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর হুসনুল উলুম আলিম মাদ্রাসায় টেন্ডার ছাড়াই পুরাতন ভবনের ছাদ ভাঙা রড বিক্রির অভিযোগ উঠেছে মাদ্রাসা পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি আল মাছুম মোর্শেদ শান্ত ও অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
অনুমোদন ছাড়াই গত বুধবার (২১ডিসেম্বর) সকালে মাদ্রাসার পুরাতন ভবনের ছাদ ভাঙার আড়াই টন রড বিক্রি করেছেন তারা।
এ রডের আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে দাবি করেছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
স্থানীয় বাসিন্দারা জানান,টেন্ডার আহবান না করে কাউকে কিছু না জানিয়ে গোপনে অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি আল মাছুম মোর্শেদ শান্ত অনুমোদন ছাড়াই গত বুধবার (২১ ডিসেম্বর) মাদ্রাসার পুরাতন ভবনের ছাদ ভাঙা রড বিক্রি করেছেন। এ রডের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। সেই টাকা অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি মিলে ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ বাহারুল ইসলামসহ এই প্রতিষ্ঠানে কয়েকটি নিয়োগে অনিয়ম এবং অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক আমেনা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার তথ্য গোপন করে বর্তমান কমিটির সভাপতি আল মাছুম মোর্শেদ শান্ত ও অধ্যক্ষ জাহিদুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের এমপিও করেছেন। বিষয়টি নিয়ে সচেতন মহলেও বইছে সমালোচনার ঝড়।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আল মাছুম মোর্শেদ শান্তর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।
এ ব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ জাহিদুল ইসলামের সাথে কথা বলতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।
খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। তারা ভুল স্বীকার করেছেন। টেন্ডার ছাড়া এভাবে প্রতিষ্ঠানের ভবনের রড বিক্রি করা ঠিক হয়নি। বিক্রি সংক্রান্ত এখতিয়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি অনুযায়ী নিলাম ডেকে এটি বিক্রি করার কথা। প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষের রড বিক্রির বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন,লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।