Top
সর্বশেষ

ভোলায় ৫’শত বছরের পুরোরো মসজিদের সন্ধান

২৭ ডিসেম্বর, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
ভোলায় ৫’শত বছরের পুরোরো মসজিদের সন্ধান
ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার উপ-শহর বাংলাবাজার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের টর্নি বাড়ির পাশের জঙ্গলে লাল ইটের নিখুঁত গাঁথুনিতে তৈরী সুলতানি আমলের ৫’শত বছরের পুরোনো মসজিদের সন্ধান পাওয়া গেছে। ওই জঙ্গলের ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে সন্ধান মেলে এটির। পোড়া ইট, বালি, চুন, চুরকি দিয়ে নির্মিত মসজিদটির ইতোমধ্যেই খসে পড়েছে পলেস্তার।

যুগের পরিবর্তনে অনেক আদি নিদর্শন বর্তমানের সাথে তাল মিলাতে না পেরে হারিয়ে যাওয়ার পথে এ মসজিদটি। ঐতিহাসিক এই মসজিদকে কেন্দ্র করে পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে উপস্থিত হন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের বিষয়টি দৃষ্টি আকর্ষণ আসে পুলিশ সুপারের।

ঐতিহাসিক সুলতানি আমলের এই মসজিদ পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরেই আলোচনায় ৫’শত বছরের পুরোনো মসজিদটি। এখানে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় লোকজন জানায়, মসজিদ টি নিয়ে এলাকাবাসী ও সাধারন মানুষের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়েছে। আমরা এটাকে পর্যটকদের পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

শেয়ার