Top

বসতবাড়ির সীমানা দেওয়ায় দ্বন্দ্বে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত

২৮ ডিসেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
বসতবাড়ির সীমানা দেওয়ায় দ্বন্দ্বে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় দুই বাড়ির মাঝখানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে পান্নু শিকদার ও মনজুর মোল্লার পরিবারের মধ্যে তুমুল ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পান্নু শিকদারের স্ত্রী নারগিছ বেগম (৪০)। গতকাল বিকালে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত মা নারগিস বেগম ও তার মেয়ে মাহমুদা আক্তার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

গুরুতর আহত ভুক্তভোগী নারগিস বেগম জানান, মিস্ত্রি নিয়ে আমি বাড়ির মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দিতে গেছি। পরে আমার মেয়ে মাহমুদা আক্তারের সাথে মনজুরের ছেলের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মনজুরের স্ত্রী লাকী বেগম (৩৬) ও মেয়ে ছেলেসহ আমাদের উপর হামলা করে। লাকী বেগম আমার কানের দুল টেনে কান ছিড়ে নিয়ে যায় এবং অনেক মারধর করে। এসময় আমার মেয়েকে পিটিয়ে আহত করে। লাকি বেগম হুমকি দিয়ে বলে আমার ডেলিভারী শেষে তোর মেয়েকে মাদারীপুর কলেজ থেকে যাওয়ার পথে নাই করে ফেলবো। নারগিস বেগম আরও বলেন, লাকি বেগম ৯ মাসের প্রেগন্যান্ট বলে আমরা কিছুই বলি নাই। এই লাকি বেগম প্রায়ই বাড়ির জায়গা নিয়ে এমন অনেক অত্যাচার করে। শ্রীনদী ফাড়ি, চেয়ারম্যান,মেম্বার অনেক শালিস দরবার করেছি। কিন্তু কেও লাকির কাছে পাত্তা পাইনি।লাকি কাউকে মানে না। ওর বাবা ভাইদের ক্ষমতা দেখায়। আমাদের মেরে ফেলবে।

ভুক্তভোগী পান্নু শিকদার বলেন, আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। লাকি অনেক ডেঞ্জারাস লোক। কখন যানি আমাদের কি ক্ষতি করে ফেলে সেই ভয়ে আমরা এখন আতঙ্কেত নিয়ে জীবনযাপন করতেছি।কখন জানি লাকি আমাদের মেরে ফেলে।তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই।

মাদারীপুর সরকারি কলেজে অর্নাস পড়–য়া মেয়ে মাহমুদা আক্তার (২২)কান্না কন্ঠে বলেন, ওরা খুব খারাপ, আমাকে অনেক মারধর করেছে। লাকি তার বাবা কাদের মাতুব্বর, ওর ভাই অলি মাতুব্বরের ক্ষমতা দেখায়। সে তার ভাইদের দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি লাকির ভয়ে কলেজে যেতে পারছি না। আমরা সুস্থ একটি বিচার চাই। যে বিচার পেয়ে আমি আমার পরিবার ভালোভাবে থাকতে পারবো।

প্রতিবেশী খালেক শেখ (৫০) জানান, প্রায়ই তাদের এই জায়গা নিয়ে দ্বদ্ব শুনতে পাই। আমরা কেউ ছিলাম না।আমার জানামতে লাকি অনেক খারাপ লোক মারামারি ঝরগা ফ্যাসাদ সবার সাথে করে থাকে। এরা পান্নু শিকদার গরিব মানুষ উনি মাছ বেইচ্চা খায়। মারামারি এগুলো কখনোই করে না।

এবিষয়ে প্রতিবেশী লাকী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এসব করি নাই। বরং আমি ৯ মাসের প্রেগন্যান্ট। উল্টো ওরা আমার মেয়েসহ আমাকে চুল টেনে পিটেয়ে আমাকে আহত করে।

এবিষয়ে মাদারীর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগী পরিবার কেউ আমাদের কাছে এবিষয়ে কেউ অভিযোগ দেয় নাই। আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

শেয়ার