উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে তাঁর নিজ চেম্বার পাকেরহাটে প্রায় ৫০ জন দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করেন তিনি।
এবিষয়ে ডা. নারায়ণ চন্দ্র রায় জয় বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিজ এলাকার শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পেরে আমি আনন্দিত। সরকারের পাশাপাশি সকল সামর্থ্যবানরা এগিয়ে আসলে দরিদ্র এসব মানুষের শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে।