কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নাজমুল শেখ (৩০) নামের একজন নিহত। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হয়েছেন উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে নাজমুল শেখ। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার প্রদীপ কুমার মন্ডল জানান, সকাল আটটা পঞ্চাশ মিনিটে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ব্যাটারী চালিত ভ্যানে ৫ জন যাত্রী কুষ্টিয়া যাবার পথে বাঁশআড়া নামক স্থানে ভ্যানের এক্সেল ভেঙে গেলে যাত্রীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপর পরে যায়। এসময় পিছন থেকে দ্রুতগামী ট্রাক তাদের পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপর দুজনকে মারাত্মক আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরো জানান ৫ জন যাত্রীর সকলে রাজমিস্ত্রীর কাজ করেন। তারা কাজের উদ্দেশ্য কুষ্টিয়া যাচ্ছিলেন। মরদেহ হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। অতিরিক্ত কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।