Top

কেশবপুরে নাগরিক সংবর্ধনা পেলেন সাংবাদিক মনিরুল ইসলাম

৩১ ডিসেম্বর, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
কেশবপুরে নাগরিক সংবর্ধনা পেলেন সাংবাদিক মনিরুল ইসলাম
কেশবপুর প্রতিনিধি :

অনুসন্ধানি প্রতিবেদনের জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করায় কেশবপুরের কৃতিসন্তান প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হল রুমে নাগরিক সমাজ কেশবপুরের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সমাজের সভাপতি অ্যাডঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও প্রথম আলো কেশবপুরের প্রতিনিধি দিলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, জেলা সহকারী তথ্য কর্মকর্তা সাইদুর রহমান এলিন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, নাগরিক সমাজ কেশবপুরের সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, কমিউনিস্ট পার্টির নেতা মফিজুর রহমান নান্নু, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদক, অধ্যাপক অসীম ঘোষ, সাংবাদিক নুরুল ইসলাম খান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলামের গর্বিত পিতা টিনু মোড়ল, আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসান, উদ্যোক্তা সাহেদ চৌধুরী, বন্ধু সভা যশোরের সম্পাদক মুরাদ হোসেন, পাঠচক্র সম্পাদক সুমন রেজা, সপ্তাহে একটি বই পড়ি সংগঠনের সমন্বয়ক কামরুজ্জামান, স্থানীয় সাংবাদিক, সংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মনিরুল ইসলাম নাগরিক সমাজ কেশবপুরকে ধন্যবাদ জানিয়ে বলেন সাংবাদিকতা করতে গেলে অনেক বাঁধা আসে। ভয় পেয়ে, লোভে পড়ে নীতি বিসর্জন দেওয়া যাবে না। তিনি বস্তুনিষ্ঠ, তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য নবীন প্রবীণ সকলকে আহবান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার