মাগুরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগীতা ও ২ দিনব্যাপী গ্রামীণ মেলা গতকাল শুক্রবার থেকে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে শুরু হয়েছে।
একশত বছরের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় ক্রীড়ামোদিগণ এই প্রতিযোগীতার আয়োজন করে। মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১৬টি ঘোড়া এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগীতায় নড়াউল জেলার অনিক মোল্লার ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার পাল্লা গ্রামের কুদ্দুস শেখের ঘোড়া ২য় ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গাংনী গ্রামের হিরু শেখের ঘোড়া ৩য় স্থান লাভ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করেন বিশিষ্ঠ সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় নানা রকমের মিষ্টি,
বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে। এলাকার হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগীতা ও গ্রামীণ মেলা উপভোগ করছে।