Top

গাছের হাসপাতাল, চিকিৎসার সাথে মিলবে ওষুধপত্র

০১ জানুয়ারি, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
গাছের হাসপাতাল, চিকিৎসার সাথে মিলবে ওষুধপত্র
ফিচার ডেস্ক :

ব্যতিক্রমী একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে সাড়া ফেলেছেন ময়মনসিংহের বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটু। মানুষ কিংবা অন্যকোনো প্রাণী নয়, তার হাসপাতালে চিকিৎসা হয় গাছের, তাও বিনামূল্যে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে ২০১৯ সালে গাছের এই হাসপাতাল গড়ে তোলেন
মহানগরীর সানকিপাড়ার নার্সারি মালিক টিটু। পোকামাকড়, ভাইরাস ও পুষ্টিহীনতা থেকে গাছ রক্ষায় বাগান মালিকদের সহায়তা করতেই তার এই হাসপাতাল।

তার নার্সারিতে ছোট একটি ফার্মেসিও রয়েছে, যেখানে ওষুধ, কীটনাশকসহ গাছের উপযোগী বিভিন্ন সারও মিলছে।

বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নার্সারি মালিকরা।

রফিকুল ইসলাম টিটুর এমন মহৎ উদ্যোগ মডেল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা বৃক্ষপ্রেমিক ও বাগান মালিকদের।

 

 

শেয়ার