Top

ফরিদপুরের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

০১ জানুয়ারি, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
ফরিদপুরের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
ফরিদপুর প্রতিনিধি :

বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই প্রদানের মধ্য দিয়ে ফরিদপুরে পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ পালিত হচ্ছে।

রবিবার সকাল থেকে জেলার সকল বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে কমলমতি শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। বেলা সাড়ে ১১টায় শহরের সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

এ সময় বিদ্যালয়ে সকল শ্রেনীর ছাত্রীদেরকে ফুল, বেলুন ও নতুন বই দেয় স্কুল কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিয়েছেন। দেশে এখন অনেক উৎসব হয়, আর বই উৎসব হলো মানুষ গড়ার উৎসব। তাই আগামীকাল থেকেই তোমরা পড়ালেখার মাধ্যমে ভাল মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সকল বিষয়ে জ্ঞান বিজ্ঞান দক্ষতা ও আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে তোমরা।

 

শেয়ার