ফরিদপুরের চরভদ্রাসনে প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে প্রাথমিক পর্যায়ে এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে এ বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামালউদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শিহাব খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম ও শিরিন সুলতানা প্রমূখ।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য মতে এ বছর প্রাথমিক পর্যায়ে ৫৪ টি সরকারী, ৫টি ব্রাক, ১ মাদ্রাসা ও ১৩টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের মোট আট হাজার পাঁচশত এবং মাধ্যমিক পর্যায়ের ১৩টি বিদ্যালয় ও একটি মাদ্রাসার মোট চার হাজার সাতশত সাতাত্তর জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরন কার হয়।