দিনাজপুরের খানসামা উপজেলার রয়েল স্টার স্কুলের এসএসসি পাশ শিক্ষার্থী দিয়া মনি (১৬) জিপিএ ৫ পাওয়ায় সংবর্ধনা পেয়ে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত দিয়া মনি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের পেষ্টিপাড়ার দুলাল হোসেনের মেয়ে।
রবিবার সকালে রয়েল স্টার স্কুলে সংবর্ধনা নিয়ে বন্ধু সোহাগের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিকেল সাড়ে ৪টায় খানসামা উপজেলার পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর হাটে কার্ভাডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দিয়া মনি নিহত এবং চালক সোহাগ ইসলাম গুরুতর আহত হয়।
রয়েল স্টার স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিল। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করে।
এমনকি এইচএসসিতে গত বৃহস্পতিবারের ফলাফলে সে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে চান্স পায়। নিহতের সময়েও তার হাতে ক্রেস্টটি ছিল। এ মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত।