গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর লাশ রেখে স্বামী ডাক্তার আনতে বলে জানিয়েছে, পুলিশ ঘরের মেঝে থেকে নারী শ্রমিক সুইটি আক্তার(২০)এর মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা ওই নারীর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রেখে পালিয়েছেন।
সোমবার(২জানুয়ারী) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে শ্রীপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন ছিল, মরদেহটি ঘরের মেঝেতে পড়েছিল।
পাশের বাড়ির অপর ভাড়াটিয়া সুমন জানান, তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লাগত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সুইটির স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পর তিনি পালিয়েছেন। মৃত নারীর গলার বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবার সুত্রে জানাযায়,সুইটি স্থানীয় এশিয়ান কম্পোজিট নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী পাশের জাবের স্পিনিং মিলের শ্রমিক। প্রায় এক মাস ধরে ওই বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সকাল ১০টার দিকে ওই ঘরের ভেতর সুইটির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।