Top

হত্যা মামলার আসামি হেকমত চেয়ারম্যান গ্রেফতার

০২ জানুয়ারি, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
হত্যা মামলার আসামি হেকমত চেয়ারম্যান গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি :

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় জেরে ও হত্যার মামলার ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার সাগরদীঘিইউনিয়ন পরিষদের আলোচিত ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সাগরদীঘি এলাকার এডভোকেট ফরহাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি হেকমত সিকদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঘাটাইল-বাসাইল আমলী আদালতের বিচারক ফারজানা হাসনাত এ রিমান্ড মঞ্জুর করেছেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, সোমবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে হেকমত সিকদারকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর হেকমত সিকদারকে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সিআইডির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেবেন। এর আগে রোববার (১ জানুয়ারি) দুপুরে হেকমত সিকদারকে টাঙ্গাইল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টাঙ্গাইল সিআইডি’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ জানান, মামলা দায়িত্ব পেয়ে তারা সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তার করে বিকালে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছিল। সোমবার (২ জানুয়ারি) রিমান্ডের শুনানির দিন ধার্য করা হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

শেয়ার