Top
সর্বশেষ

ছয় ব্যাংকের এমডি নিয়োগে সাক্ষাৎকার

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
ছয় ব্যাংকের এমডি নিয়োগে সাক্ষাৎকার

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। ব্যাংকিং খাতকে আরও গতিশীল করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের ব‌্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ২১ জন ডিএমডির ভার্চুয়াল সাক্ষাৎকার নিয়েছেন। এ সময় অর্থমন্ত্রীকে সহযোগিতা করেন সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল হক।

যে ছয় ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি পেতে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, সেগুলো হলো—বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

সাক্ষাৎকার দিয়েছেন জনতা ব্যাংকের মো. ইসমাইল হোসেন, রূপালী ব্যাংকের মো. জাহাঙ্গীর আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের মো. এবনুজ জাহান, জনতা ব্যাংকের মো. জিকরুল হক, সোনালী ব্যাংকের মো. আফজাল করিম, অগ্রণী ব্যাংকের মো. আনিসুর রহমান, সোনালী ব্যাংকের মো. জাহিদুল হক, অগ্রণী ব্যাংকের মো. রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শিরীন আখতার, সোনালী ব্যাংকের মো. আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোহাম্মদ ইদ্রিস, জনতা ব্যাংকের মো. আব্দুল জব্বার, বিডিবিএলের মো. কামাল হোসেন গাজী, রূপালী ব্যাংকের খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংকের মো. ওয়ালি উল্লাহ, সোনালী ব্যাংকের মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর, জনতা ব্যাংকের মো. আমিরুল হাসান, বিডিবিএলের মো. রিফাত হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের শেখ মো. জামিনুর রহমান।

ছয় থেকে আট মাস ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদ খালি থাকায় এখন এসব ব্যাংক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে পরিচালিত হচ্ছে। এতে নানা ধরনের সমস্যা হচ্ছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘করোনা মহামারির কারণে এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি বিলম্বিত হয়েছে। খুব শিগগির সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ‌্যে থেকে ছয় এমডি নিয়োগ দেওয়া হবে।’

শেয়ার