Top

৩৬৫ বছরের পুরনো শাহ সুজা মসজিদ

০৩ জানুয়ারি, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
৩৬৫ বছরের পুরনো শাহ সুজা মসজিদ
ভ্রমণ ডেস্ক :

৩৬৫ বছরের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে মোঘল স্থাপত্যের নিদর্শন শাহ সুজা মসজিদ। কুমিল্লার মোগলটুলিতে উপমহাদেশের অন্যতম প্রাচীন এই মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দেশি-বিদেশি দশনার্থীরা।

মোঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজার নামে কুমিল্লার মোগলটুলিতে ১৬৫৮ সালে তৈরি হয় শাহ সুজা মসজিদ। শাহজাদা সুজা বাংলার সুবাদার থাকার সময় মোঘল স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটির দৈর্ঘ ৫৮ ফুট, প্রস্থে ২২ ফুট। তিন গুম্বুজবিশিষ্ট মসজিদটিতে রয়েছে ১৮টি মিনার।

ধর্মীয় বিশেষ দিনগুলোতে শাহ সুজা মসজিদে অনেক বেশি ভিড় থাকে। সেসময় স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে তেরপল দিয়ে তৈরি করা অস্থায়ী শেডে নামাজ আদায় করতে হয় মুসল্লিদের।

মুসল্লিদের সুবিধায় স্থাপত্যশৈলী ঠিক রেখে মসজিদটির সম্প্রাসরণের দাবি দীর্ঘদিনের।মসজিদটি সংস্কার করতে সরকার শিগগিরই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসির।

 

শেয়ার