মাগুরায় শুরু হয়েছে মৃদু শৈত প্রবাহ। সেই সাথে চলছে ঘন কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় শহরে জন সমাগম কম দেখা যায়।
সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত প্রবাহ ও ঘন কুয়াশার কারনে জন জীবনে দুর্ভোগ নেমে এসছে। দরিদ্র জনগন গরম কাপড়ের অভাবে খরকুটো জ্বালিয়ে শীত নিবারন করছে।
বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দরিদ্র ও অসহায় জনগনের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরন অব্যাহত রেখেছে। ঘন কুয়াশার কারনে দূর পাল্লার যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। বিগত কয়েকদিনের শৈত প্রবাহের কারনে শিশু ও বয়স্করা ঠান্ডা ও শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।