Top

ঢাবিতে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

০৪ জানুয়ারি, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
ঢাবিতে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

শেয়ার