Top
সর্বশেষ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে মাসব্যাপী কর্মসূচী

০৪ জানুয়ারি, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে মাসব্যাপী কর্মসূচী
পবিপ্রবি প্রতিনিধি :

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এবারের এ প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বরণীয় করে রাখতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক সাক্ষ্মরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহান স্বাধীনতার স্থপতি বাংলার ইতিহাসের মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির আদর্শিক পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের সফলতা অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের ০৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ অবধি বাঙালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকায় অবতীর্ণ ছিল। প্রতিষ্ঠার পরে ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর প্রাদেশিক নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচন সর্বোপরি ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির লড়াই সংগ্রাম ও অভ্যূদয়ের ইতিহাসের প্রত্যেকটি পরতে পরতে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সংগঠকের ভূমিকায় অবতীর্ণ ছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অগ্রসৈনিক হিসেবে কাজ করেছে।

“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে উপজীব্য করেই বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ কর্মসূচী সমূহ পালন করবে।

০৪ জানুয়ারি ২০২৩

সকাল: ৮:০০ ঘটিকা-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

সকাল: ৮:৩০ ঘটিকা-জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন । স্থান: বঙ্গবন্ধুর প্রতিকৃতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সকাল: ৯:০০ ঘটিকা-কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

স্থান: জয় বাংলা পাদদেশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকাল ১১:০০ ঘটিকা-৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ৭৫ টি বৃক্ষরোপন।

০৫ জানুয়ারি ২০২৩

সকাল ১১:০০ ঘটিকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ও ব্যায়ামাগারে শিক্ষার্থীদের জন্য প্রীতি ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ম্যাচের আয়োজন।

০৬ জানুয়ারি ২০২৩

বাদ আছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫ এর ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং জাতির জনকের সুযোগ্য তনয়া ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

স্থান: কেন্দ্রীয় মসজিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১০ জানুয়ারি ২০২৩

সকাল ১০:০০ ঘটিকা-৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা স্থান: টি.এস.সি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১১-১৪ জানুয়ারি ২০২৩

পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ।

স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

গরীব, দুস্থ, মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

স্থান: ছাত্র-শিক্ষক কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

স্থান: কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে:

Concert For Smart Bangladesh আয়োজন।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালী অঞ্চলে অনাবদি জমিতে শাকসবজি, ফল চাষ, মাছ চাষ ও গৃহ পালিত পশু পালন ইত্যাদি উদ্যোগ গ্রহণ ।

দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনার অয়োজন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী।

প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক মতবিনিময়।

পবিপ্রবি ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরী প্রতিষ্ঠা।

নারী শিক্ষার্থীদের নিয়ে ‘নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা।

Sajeeb Wazed Joy Programming Contest আয়োজন।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

 

শেয়ার