গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেন।
এরপর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেখ লুৎফর রহমান সরকারি কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু। এক সময় আমি এ উপজেলায় এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। যারা বর্তমানে উপজেলায় ছাত্ররীগের নেতৃত্ব দিচ্ছেন তারাই আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। এরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।