রংপুর বিভাগের রংপুর, গইবান্ধা, কুড়িগ্রাম,লালমনিরহাট,নীলফামারী,দিনাজপুর,ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়নি। এই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ম্যাধমিক বাংলা ভার্সন, ম্যাধমিক ইংরেজি ভার্সন, দাখিল, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, দাখিল ও এসএসসি ট্রেড এবং প্রাথমিক স্তরের মাদ্রাসা ভিত্তিক ইবতেদায়ী রয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম, অস্টম ও নবম শ্রেণির পুরো সেট বই পায়নি।
কেউ দুই কেউবা তিনটি করে বই পেয়েছে। তবে ৬ষ্ঠ শ্রেণির অনেকে পুরো সেট বই পেয়েছে। প্রাপ্তির হার ৭২ দশমিক ৫ ভাগ।কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী শতভাগ পাঠ্যপুস্তক পাবে।রংপুর অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ৩০টি। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ৬৮৪, ম্যাধমিক ২ হাজার ৯৪৮টি ও মাদ্রাসা ১ হাজার ৩৯৮টি। শিক্ষার্থীর সংখ্যা ২৩ লাখ ৪০ হাজার ৬৮৬ জন।
শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর বিপরীতে পাঠ্য পুস্তকের চাহিদা রয়েছে ২ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৬৬৩টি। বুধবার পর্যন্ত মোট প্রাপ্তির হার ৭২ দশমিক ৫ শতাংশ।এর মধ্যে ম্যাধমিক বাংলা ভার্সনে ১৪ লাখ ১৩ হাজার ৪০৬ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮৩৮টি। প্রাপ্তির হার শতকরা৮০ ভাগ, মাধ্যমিক ইংরাজি ভার্সনে ৩ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ৫১ হাজার ৭৪টি। প্রাপ্তির হার ৯০ ভাগ, ইবতেদায়ী স্তরে ৪ লাখ ৬৩হাজার ২ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা রয়েছে ৩৩ লাখ ১৫ হাজার ৪২৯টি বই।প্রাপ্তির হার ৭০ ভাগ, দাখিল স্তরে ৩ লাখ ৫৩ হাজার ১১৬ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা রয়েছে ৫১ লাখ ৩৭ হাজার ৪৩৩টি বই।
প্রাপ্তির হার শতকরা ৭০ ভাগ, দাখিল ভোকেশনালে ৩ হাজার ৬৭০ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা রয়েছে ৪৮ হাজার ৪৪০টি বই। প্রাপ্তির হার ৬০ ভাগ, এসএসসি ভোকেশনালে ৫১ হাজার ৯৬৬ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা রয়েছে ৬ লাখ ৬৮ হাজার ১৭২টি। প্রাপ্তির হার ৭৫ ভাগএবং দাখিল ও এসএসসি ট্রেডে ৫২ হাজার ২৫১ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩২৫টি। প্রাপ্তির হার ৬০ ভাগ।
টেকনিক্যাল স্কুল ও কলেজের শ্রেণির শিক্ষার্থী রোজেন রহমান জানান, সে ওই প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণিতে ২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি হয়েছে। এখন পর্যন্তপাঠ্যপুস্তক না পাওয়ায় সে পড়া শুরু করতে পারছে না। সে জানায় ৮ জানুয়ারি পাঠ্যপুস্তক পাবে। তখন থেকে নিয়মিত ক্লাশ করবে। তার মতো ২৮ ভাগ শিক্ষার্থী এখনও বই পায়নি।রংপুর অব্জল ম্যাধমিক ও উচ্চ শিক্ষা অফিসের উপপরিচালক রফিকুল ইসলাম জানান,আগামী ১৫ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে।