নাসার অ্যাপোলো ৭ মিশনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। নাসা কানিংহামের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। এই নভোচারীকে নিয়ে নাসা বলেছে, আমাদের চন্দ্রে অবতরণ কর্মসূচির সফলতায় সহায়ক হিসেবে ছিলেন তিনি।
কানিংহামের পরিবারের এক প্রতিনিধি জানিয়েছেন, পরিপূর্ণ একটি জীবন কাটানোর পর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে তার পরিবার বলেছে, পৃথিবী একজন সত্যিকারের নায়ককে হারাল। আমরা তাকে গভীরভাবে মিস করব।
ক্রেস্টনে জন্ম নেওয়া কানিংহাম লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অ্যাপোলো কর্মসূচিতে প্রথম মানবচালিত নভোযানের জন্য বাছাই করা তিন নভোচারীর মধ্যে তিনি একজন।
অ্যাপোলো ৭ এর লুনার মডিউল পাইলট হিসেবে কানিংহাম নেভি ক্যাপটেন ওয়াল্টার স্কিরা ও এয়ারফোর্স মেজর ডন আইজেলের সঙ্গে যোগ দেন।