Top
সর্বশেষ

দিল্লির তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে

০৪ জানুয়ারি, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
দিল্লির তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লিতে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এবারের শীতকালে এখন পর্যন্ত দিল্লিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা।

এনডিটিভি জানিয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নৈনিতাল এবং দেরাদুনের চেয়ে দিল্লির এই তাপমাত্রা অনেক কম। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে এসেছে মাত্র ২০০ মিটারে।

ফলে রাস্তাঘাটে চলাচল বিঘ্নিত হচ্ছে। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। সেসব ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা পর্যন্ত বিলম্বের শিকার হয়েছে।ভারতের মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) স্যাটেলাইটে ধারণ করা ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে কুয়াশার ঘন স্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ধর্মশালায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, নৈনিতালে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেরাদুনে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ‘দিল্লি রিজ’ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খবর : এনডিটিভি

শেয়ার