Top

ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খাগড়াছড়িতে

০৫ জানুয়ারি, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খাগড়াছড়িতে
ভ্রমণ ডেস্ক :

প্রাকৃতিক নৈর্সগিক সৌন্দর্যে ভরা খাগড়াছড়িতে এমনিতেই শীতে পর্যটকের সংখ্যা বাড়ে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন তারা। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরণা সবখানেই পর্যটকদের ভিড়।

যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছেন। সাজেকও পর্যটকে পরিপূর্ণ। এদিকে আলুটিলা এ্যাম্পিথিয়েটারে প্রতি শুক্রবার ও শনিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা জানান, খাগড়াছড়ি ও সাজেকে প্রতিদিন অন্তত ৩/৪ হাজার পর্যটক ভ্রমণ করতে আসছেন। করোনা মহামারির কারণে এই খাতে যে ক্ষতি হয়ে গেছে, তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। তিনি জানান, পুরো ডিসেম্বরে এমন পর্যটক সমাগম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, পর্যটন এলাকার নিরাপত্তা উন্নয়নের কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তবে পাশাপাশি জেলা পুলিশও পর্যটকদের নিরাপত্তা বলয়ে রাখতে কাজ করছে।

 

শেয়ার