মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৩ চলমান রয়েছে। এই বিষেশ অভিজান ৪ জানুয়ারী থেকে প্রথম ধাপ চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) শরীয়তপুর নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও সুরেশ্বর নৌ পুলিশ এর এর সহযোগীতায় যৌথ অভিজান পরিচালিত হয়।এতে গত ২৪ ঘন্টায় এ অভিজানে ২৬০ কেজি জাটকা মাছ, ৮০ হাজার মিটার জারেন্ট জাল, প্রায় ১ কিলো মিটার লম্বা ২ টি অবৈধ ইলিশ বাধ উদ্ধার করা হয়।
পরে অবৈধ কারেন্ট জাল গুলো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিম খানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং অবৈধ ভাবে গরে ওঠা ইলিশ বাধ টি ধংশ করা হয়েছে।এ বিষয় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৩ চলছে।
এই অভিজানে ২৬০ কেজি জাটকা মাছ, ৮০ হাজার মিটার জারেন্ট জাল, প্রায় ৫ শত মিটার লম্বা ২ টি ইলিশ বাধ উদ্ধার করেছি। এবং অবৈধ কারেন জাল পুরিয়ে বিনষ্ট করা হয়, জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়। এ অভিজান অব্যাহত থাকবে।