Top

এশিয়া-প্যাসিফিক ফোরামের নতুন চেয়ারম্যান মোস্তফা

০৫ জানুয়ারি, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
এশিয়া-প্যাসিফিক ফোরামের নতুন চেয়ারম্যান মোস্তফা
প্রবাস ডেস্ক :

চীনের বেইজিংয়ে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের সংগঠন বেইজিং মিলিটারি অ্যাটাচে কর্পস (বিএমএসি)। সংগঠনটির এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি একজন সামরিক কূটনীতিক হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সব দেশের প্রতিনিধিত্ব করবেন। চলতি জানুয়ারির প্রথম দিন থেকে আগামী ৩১ ডিসেম্বর এক বছরের জন্য তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বেইজিংয়ের ১১৮টি দেশের ২৪০ জন সামরিক কূটনীতিক নিয়ে বিএমএসি গঠিত। আর বিএমএসির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ফোরামটি ২৭টি দেশের ৭০জন সামরিক কূটনীতিক নিয়ে গঠিত।

সম্প্রতি এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সামরিক কূটনীতিকদের আনুষ্ঠানিক এজিএম-এ সদস্যদের ভোট ও সমর্থনে কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কমান্ডার মোস্তফা বাংলাদেশ নৌবাহিনীর একজন স্বনামধন্য কর্মকর্তা। তিনি বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করেছেন এবং দেশে-বিদেশে সামরিক কৌশল ও যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

তিনি বাংলাদেশ ও নৌবাহিনীতে বিভিন্ন চ্যালেঞ্জিং ও অপারেশনাল দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সাহসিকতা ও অসামান্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ কোস্ট গার্ড পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক ও শুদ্ধাচার পদকসহ বিভিন্ন সম্মানসূচক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

কমান্ডার মোস্তফা এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। পাশাপাশি চীনের সামরিক ও কূটনৈতিক মহলে এর প্রভাব বাড়বে। সামরিক মহলের সঙ্গে মোস্তফার ভালো যোগাযোগের ফলে বাংলাদেশকে উপকৃত করবে বলে মনে করে চীনে প্রবাসী বাংলাদেশিরা।

 

শেয়ার