Top
সর্বশেষ

ভোলায় ফিশিং বোটসহ ২২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

০৫ জানুয়ারি, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
ভোলায় ফিশিং বোটসহ ২২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ভোলা প্রতিনিধি :

ভোলার মেঘনা নদী থেকে একটি ফিশিং বোটসহ প্রায় ২২ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে কোস্টগার্ড ভোলা দক্ষিণজোনের একটি টিম।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক প্রেস ব্রিফিং এ স্টাফ অফিসার লেফটেন্যান্টএম মমিনুল ইসলাম এ তথ্য গনমাধ্যমে জানান।এর আগে গত সোমবার ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি ফিশিংবোট থেকে এসব শাড়ী জব্দ করা হয়।

প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন একটি টিম গত সোমবার ভোরে ভোলা সদর উপজেলা মেঘনা নদীতে তুলাতলি পয়েন্টে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে সংকেত দেয়। এরপর বোটের চালকরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চর বৈরাগী এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়।

এ সময় কোস্টগার্ড ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।ফিশিং বোটটি থেকে ১৭ হাজার ৮শ ২৪ পিচ শাড়ী, ১শ ৬৬ টি থ্রি পিচ, ৬ হাজার ৪শ ৪২ টি মেডিক্যাল সরঞ্জামাদি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।তিনি আরও বলেন, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী মালামাল পাচার আইনে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে আটক করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তাঁরা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা।জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার