মানিকগঞ্জের প্রাইভেট হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে নিচে পরে রোগীসহ আহত হয়েছেন ৮ জন ব্যক্তি। এদের মধ্যে ৩দিন আগের (সিজারিয়ান) অপারেশন হওয়া কাকলি আক্তার (২৫) নামের রোগী ছিলেন যার অবস্থা আশংকা জনক।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌরসুপার মার্কেটে অবস্থিত সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিন তলা থেকে লিফট ছিড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
আহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালোরা গ্রামের মনোয়ারা বেগম (৩২), মনির হোসেন, সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০), আয়শা আক্তার (২১) ও কাকলি আক্তার এরা প্রত্যেকেই হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার বাবুল আতোয়ার খান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটা বিকট শব্দ হয়। গিয়ে দেখি লিফট নিচে পরে গেছে। এসময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে ওসি আব্দুল রউফ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করার পর জানাতে পারব কি কারনে লিফট তিন তলা থেকে নিচে পরে গিয়েছে।