Top

কুড়িগ্রাম চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

০৭ জানুয়ারি, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহযোগিতায় কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শনিবার সকালে চেম্বার মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম।

বিতরণ কালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া সহ পরিচালক বৃন্দ,কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ মিয়া বলেন, অতীতের মত এবারও ব্যবসায়ী সংগঠন শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

আগামীতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার